পত্রিকায় প্রকাশিত হওয়ার সংবাদের ভিত্তিতে এই মাসে ভিন্ন সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটে ১০টি। হামলা, হত্যার ঘটনার পাশাপাশি জোরপূর্বক ধর্মান্তরকরণের মতন ঘটনাও সংগঠিত হয়েছে। সংবাদের বাহিরে কতোগুলো অপ্রকাশিত কিংবা অজানা ঘটনা ঘটেছে তা আমরা কেউ জানি না।
ঘটনা ১
৩০ মার্চ, ২০১৫
রাজধানীর মোঃপুর থানা ইকবাল রোড় বাসায় ঢুকে খুন এবং আহত ৩ জন
শেয়ার ব্যবসার দ্বন্দ্বের জেরে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড়ের একটি বাড়িতে ঢুকে বিআরটিএ কর্মকর্তা সিতাংশু শেখর বিশ্বাসসহ ২ মেয়েকে আহত এবং তার স্ত্রীকে কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যা।
-ভোরের কাগজ, ইনকিলাব, আমাদের সময়, ১ এপ্রিল, ২০১৫
ঘটনা ২
৩১ মার্চ, ২০১৫
চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীর আকবর শাহ থানা
অপহরণের পর হত্যা
দুপুরে মাকে ভাত দিতে বলে পুকুরে গেলে নিখোঁজ হয় সুমিত দত্ত এবং ২দিন পর নির্মাণাধীন মন্দিরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
-কালের কন্ঠ, ২ এপ্রিল, ২০১৫
ঘটনা ৩
৫ এপ্রিল, ২০১৫
সাতক্ষীরা, আশাশুনি উপজেলা, শ্রীউলা ইউনিয়নে প্রতিমা ভাঙচুর
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের একটি মন্দিরে ঢুকে ৩টি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা।
-দৈনিক জনকণ্ঠ, ৫ এপ্রিল, ২০১৫
ঘটনা ৪
১২ এপ্রিল, ২০১৫
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌরশহর প্রতিমা ভাঙচুর, বাড়ী ভাঙচুর ও লুট
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লার কালীবাড়ি মন্দিরে ৭-৮টি প্রতিমা ভাঙচুর করে জামায়াত শিবিরের সন্ত্রাসী বাহিনী।
-কালের কণ্ঠ, ১৩ এপ্রিল, ২০১৫
ঘটনা ৫
১৪ এপ্রিল, ২০১৫
নীলফামারী জেলা, ডিমলা উপজেলায় মন্দিরে আগুন
নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাঁপানি মন্দিরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা।
-যুগান্তর, জনকন্ঠ, ১৬ এপ্রিল, ২০১৫
ঘটনা ৬
১৪ এপ্রিল, ২০১৫
সাতক্ষীরা জেলা বাড়িতে হামলা
সাতক্ষীরা জেলা সদরের ভোমরা দাসপাড়ার একটি বাড়ীর ৭ জনকে বেঁধে নির্যাতন।
-দৈনিক জনকণ্ঠ, ১৬ এপ্রিল, ২০১৫
ঘটনা ৭
১৭ এপ্রিল, ২০১৫
গ্রাম- হাজিপুর, উপজেলা- কুল্উাড়া, মৌলভীবাজারে অপহরণ ও জোরপূর্বক ধর্মান্তরকরণ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় হাজীপুর গ্রামে হিন্দু নাবালিকা তারাপাশা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে গত ১৭ এপ্রিল রাত আনুমানিক ৯ টায় অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তার জাল জন্মনিবন্ধন সনদপত্র তৈরি করে গত ১৯ এপ্রিল নোটারী পাবলিকের মাধ্যমে জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে তার নতুন নাম দেওয়া হয় মোছাঃ সাবিনা আক্তার। গত ২০ এপ্রিল আরেকটি নোটারী পাবলিকের মাধ্যমে অপহরণকারীর সাথে তার বিবাহ দেখানো হয়।
– thebdtimes24.com, Sunday, May 17, 2015
ঘটনা ৮
তারিখ অজ্ঞাত
ঢাকা জেলা নবাবগঞ্জ থানায় বাড়ি ও দোকান দখল
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন বাজারের একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের বাড়ি ও দোকান দখল।
-আমাদের সময়, ১৯ এপ্রিল, ২০১৫
ঘটনা ৯
১৯ এপ্রিল, ২০১৫
গাজীপুর জেলা, জয়দেবপুর উপজেলার বনগ্রাম মন্দির, বাড়ি ও দোকানে হামলা ও লুট
গাজীপুর জেলা, জয়দেবপুর উপজেলার বনগ্রামে ৪টি প্রতিমা ভাঙচুর, ২৫টি বাড়ি ও ৫টি দোকানে হামলা ও লুটের ঘটনা ঘটে। আহত হয় ৬ জন।
-দৈনিক জনকণ্ঠ, যুগান্তর, সংবাদ, ২১ এপ্রিল, ২০১৫
ঘটনা ১০
৮ ও ১১ এপ্রিল, ২০১৫
বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের কাঠাদুরা গ্রামে বাড়ী দখল, মহিলাদের শ্লীলতাহানি, মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ
বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার আটজুড়ি ইউনিয়নের কাঠাদুরা গ্রামে সুধন্য কুমার বিশ্বাস এর বসত বাড়ী দখলের চেষ্টা।
-সংবাদ, ২৯ এপ্রিল, ২০১৫