জুন ২০১৫ মাসে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলার রিপোর্ট

minorities-in-bangladesh

পত্রিকার সংবাদের ভিত্তিতে বলা যায় গত ছয় মাসে সংখ্যালঘুদের উপর কম হামলা হয়েছে জুন মাসে। জুন মাসে মোট হামলা হয় ছয় টি। কথাটি আবারও স্মরণ করিয়ে দিতে চাই; সংবাদ পত্রে প্রকাশিত হওয়ার সংবাদগুলোর ভিত্তিতেই রিপোর্টগুলো করা হয়। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের ঘটে যাওয়া অনেক সংবাদ বেশির ভাগ সময় পত্রিকায় আসে না। তাই প্রকাশিত হামলাগুলোর বাহিরেও অসংখ্য হামলার ঘটনা আমাদের অজানা থেকে যায়! ছয়টি ঘটনার মধ্যে দুইটি ঘটনা ধষর্ণের পর জোরপূর্বক ধর্মান্তরকরণের ঘটনা ঘটেছে।

ঘটনা ১

২৯ মে, ২০১৫

স্থান-মুক্তাগাছা, ময়মনসিংহ

হিন্দু পরিবারকে উচ্ছেদের পায়তারা

ময়মনসিংহের মুক্তাগাছা পৌর শহরের পয়ারকান্দি এলাকায় একটি হিন্দু পরিবারকে উচ্ছেদের পায়তারায় বাড়ি ঘরে হামলা করা হয়েছে।

-সংবাদ ৪ জুন, ২০১৫

ঘটনা ২

৩ জুন, ২০১৫

স্থান-চৌগাছা পৌর এলাকা, যশোর

ইন্টারনেটে ধর্ষণের ভিডিও চিত্র প্রকাশ, গৃহবধূর আত্মহত্যা

দলিত গৃহবধূকে ধর্ষণ ও মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে সিডি ও ইন্টারনেটে প্রচার করে চৌগাছা পৌর এলাকার জামাত আলীর ছেলে রানা, লোকলজ্জার ভয়ে গৃহবধূর আত্মহত্যা।

– দৈনিক জনকন্ঠ, ৫ জুন, ২০১৫

ঘটনা ৩

নির্দিষ্ট তারিখের উল্লেখ নেই,

স্থান-শালিখা, মাগুরা

৫ সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের চেষ্টা

উপজেলার গঙ্গারামপুর গ্রামের ৫টি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। তাদের বাড়ি ঘরে হামলা, অগ্নি সংযোগও করা হয়েছে। দুইমাসে চারবার হামলার ঘটনা ঘটেছে।

-দৈনিক ইত্তেফাক, ৯ জুন, ২০১৫

ঘটনা ৪

৫ জুন, ২০১৫

গ্রাম- তেঘরিয়া, ইউনিয়ন – গৌরিপুর, উপজেলা – বালাগঞ্জ, জেলা – সিলেটঅপহরণের পর ধর্ষণ, ধর্মান্তরকরণের চেষ্টা

অপর্ণা রাণী দাস (১৪) কে রাতের অন্ধকারে ঘরের পেঠন থেকে অপহরণ করে তিনদিন আটকে রেখে ধর্ষণ এবং ধর্মান্তরকরণের চেষ্টা। এ ঘটনার প্রতিবাদের মানববন্ধন অনুষ্ঠিত।

-যুগান্তর, ২৪ জুন ২০১৫ এবং শারি’র অনুসন্ধান

ঘটনা ৫

১৪ জুন, ২০১৫

গ্রাম- হারাতলী, ইউনিয়ন – চতুলবাজার, উপজেলা- কানাইঘাট, জেলা – সিলেট

অপহরণ এবং জোরপূর্বক ধর্মান্তরকরণ

গত ১৪ জুন, ২০১৫ গোয়াইনঘাট ডিগ্রি কলেজের ছাত্রী সোমা রানী দাস (১৭) কে কলেজে যাওয়ার পথে অপহরণ এবং ২৩ জুন জোরপূর্বক ধর্মান্তরকরণ।

-দৈনিক সিলেটের ডাক, ২৪ জুন ২০১৫ এবং শারি’র অনুসন্ধান

ঘটনা ৬

২৫ জুন, ২০১৫

গ্রাম- শিশিরচালা, থানা – জয়দেবপুর, জেলা- গাজীপুর।

অপহরণ

বাগের বাজার হাইস্কুলের ৯ম শ্রেণির হিন্দু ছাত্রী ২৫ জুন ২০১৫ সন্ধ্যায় মাজার রোড থেকে মাইক্রোবাস যোগে সন্ত্রাসী কর্তৃক অপহৃত।

-BDMW

One comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.