হেফাজতের ২০১৩ সালে হেফাজতের সমাবেশে সেফাজত নাস্তিকদের বিচারের সাথে সাথে আহমদিয়াদের (কাদিয়ানী শব্দটি আমহদিয়ারা অপমানবাচক শব্দ হিসেবে দেখে) পাকিস্তানের মতন সরকারীভাবে ঘোষণার দাবী জানায়। ২০০২ সালের রাজধানীতে সুন্নীপন্থী ইসলামিক দলগুলো একই দাবী জানায়। সেই সমাবেশে তাদের দাবী ছিল-আহমদিয়াদের অমুসলিম ঘোষণা ও হুমায়ুন আজাদের দৃষ্টান্তমূলক শান্তি। ইত্তেফাক এর রিপোর্টটা ব্লগে জমা করে রাখলাম।
ছবি-মুক্তমনা আর্কাইভ থেকে নেওয়া।