জহির রায়হান এর তথ্যচিত্রে মুজিব অবমাননার অভিযোগ

zahir2braihan

অস্থায়ী রাষ্ট্রপতি বরাবর জহির রায়হান পরিচালিত তথ্যচিত্রে মুজিব অবমাননার অভিযোগ ১০ই সেপ্টেম্বর ১৯৭১. ‘Stop Genocide’ তথ্যচিত্রের বিরুদ্ধেই এই অভিযোগ করা হয়; যেখানে লেলিনের বক্তব্য দিয়ে তথ্যচিত্রটি শুরু হয়।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ফজলুল হক নামের একজন চলচ্চিত্র নির্মাতা এবং প্রযোজক জহির রায়হানের বিরুদ্ধে অভিযোগ করে রাষ্ট্রপতি মুজিবের কাছে একটা চিঠি লেখে। ফজলুল হক অভিযোগ করে জহির রায়হান তার “স্টপ জেনোসাইড” প্রামাণ্যচিত্রে শেখ মুজিব, আওয়ামীলীগ এবং ছয় দফা দাবীকে অবজ্ঞা করেছেন। ফজলুল হক আরও অভিযোগ করে জহির রায়হান তার প্রামাণ্যচিত্রে ভ্লাদিমির ইলিচ ইলিয়ানোভ লেনিনের ছবি ব্যবহার করেছেন। ফজলুল হক মুজিবনগর সরকারকে জহির রায়হানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করে। কিন্তু ফলাফল ঘটে ঠিক উল্টো, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ জহির রায়হানের প্রামাণ্যচিত্রের উচ্ছসিত প্রশংসা করেন। স্টপ জেনোসাইড ১৯৭২ সালে তাসখন্দ চলচ্চিত্র উৎসবে পুরষ্কার জিতে নেয়। প্রামাণ্যচিত্রটি ১৯৭৫ সালে দিল্লির চলচ্চিত্র উৎসবে SIDLOC পুরষ্কার লাভ করে। জহির রায়হানের বিরুদ্ধে চিঠিটি ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল’ সংগ্রহশালায় সংরক্ষিত আছে যার তথ্যসূত্র নিচে দেয়া হলোঃ Memo No. PS/SEC/III/110, Dated 10th Sept., 1971
 
বরাবর
প্রধানমন্ত্রী,
বাংলাদেশ সরকার
 
বিষয়ঃ জনাব ফজলুল হকের চিঠি, জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী প্রসঙ্গে।
 
এখানে বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক ফজলুল হকের চিঠির সংযুক্তি সন্বিবেশিত হয়েছে। চিঠিটি নিজেই এই চিঠি লেখার প্রসঙ্গ ব্যাখ্যা করছে। আমি আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি জনাব ফজলুল হক যেসব অভিযোগ দায়ের করেছে সেগুলো খতিয়ে দেখা হোক এবং গুরুত্ব বিবেচনা করে দেশের সর্বোচ্চ স্বার্থে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ করা হইল।এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নিয়ে প্রামাণ্যচিত্রটির প্রদর্শনী বাতিল করে আমাকে জানানো হোক।
 
(সৈয়দ নজরুল ইসলাম)
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সংযুক্তিঃ চিঠির একটা অনুলিপি।
 
স্যার,
যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে, বিষয়টা গভীর উদ্বেগের এবং আমার জানামতে জাতীয় গুরুত্বপূর্ণ। জহির রায়হানের পরিচালনায় আমরা একটা প্রামাণ্যচিত্রের “স্টপ জেনোসাইড” প্রদর্শনী দেখলাম আজ কলকাতার এক ঘরোয়া আয়োজনে।
প্রামাণ্যচিত্রটির নির্মানে আর্থের যোগান দিয়েছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার এসোসিয়েশন এবং প্রযোজিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলী সমিতি এবং বাংলাদেশ লিবারেশন কাউন্সিল অফ ইন্টেলিজেনশিয়ালের যৌথ উদ্যোগে। প্রামাণ্যচিত্রটি ভারত সরকারের কাছে বিক্রি হতে পারে যাতে ভারত তার নিজ দেশে এবং পৃথিবীর অন্যান্য দেশে প্রদর্শনীর ব্যবস্থা করতে পারে।
 
প্রামাণ্যচিত্রটি শুরু হয়েছে ভ্লাদিমির ইলিচ লেনিনের একটা ছবি এবং তার বক্তব্যের মধ্য দিয়ে যেখানে ইন্ডিয়াতে বাংলাদেশের উদ্বাস্তু এবং আমাদের মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ ক্যাম্প নিয়ে তেমন কিছুই প্রদর্শিত হয় নি। আমার ধারণা এই প্রামাণ্যচিত্রের গুরুতর সমস্যা হলো এখানে আমাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য বা তার কোন ছবি নেই বা আওয়ামীলীগ সম্পর্কে একটি শব্দও উল্লেখ করা হয়নি বা আমাদের ছয়দফা দাবী নিয়েও কিছু বলা হয়নি।
 
আমি মনে করি যদি এই প্রামাণ্যচিত্র ভারতে বা বহির্বিশ্বে প্রচার হয় তাহলে দর্শকের মনে হতে পারে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হচ্ছে অন্যকোন উদ্দেশ্যে যেটা আমরা নিজেরাও বিশ্বাস করি না। যদি এই প্রামাণ্যচিত্রটি ভারতের কোন পরিচালক নির্মাণ করতেন তাহলে হয়ত আমরা মন্তব্য করা থেকে বিরত থাকতে পারতাম কিন্তু যেহেতু এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আমাদের বাংলাদেশের একজন পরিচালক সেহেতু আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রামাণ্যচিত্রের বিরোধীতা করছি এবং আপনার কাছে বিনীত অনুরোধ ভারতীয় সরকারের মাধ্যমে জনসাধারণ দেখে ফেলার আগেই প্রামাণ্যচিত্রটি বন্ধে অতিসত্ত্বর ব্যবস্থা গ্রহণ করুন।
তা যদি না করা হয় তাহলে আমি একাই প্রামাণ্যচিত্রটি প্রচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করব।
 
গভীর বিনয়াবনত,
ফজলুল হক
বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক
প্রযত্নে, জনাব বিনয় রায়, ১১৪/এ পার্ক স্ট্রিট
কলকাতা-১৭
রাষ্ট্রপতি
বাংলাদেশ সরকার
মুজিবনগর

Memo No. PS/SEC/III/110, Dated 10th Sept., 1971.

To
The Prime Minister,
Government of Bangladesh.

Sub: – Letter of Mr. Fazlul Huq, regarding exhibition of a documentary film
produced by Mr. Zahir Raihan.

Please find enclosed copy of the letter of Mr. Fazlul HuQ, the Film Producer –
Director of Bangladesh. The letter is self-explanatory. I would request you to kindly
look into the charges leveled by Mr. Fazlul Hug and decide the matter on its own
merit keeping in view the best interest of our country.

Action taken in this respect may please be intimated to me in due course.
(Syed Nazrul Islam)
Acting President.

Enc: Copy of letter
(1 sheet)
…………………….
Sir,
This is to put a serious matter, in my belief a matter of great National Importance,
before your honor regarding a documentary film directed by Zahir Raihan, which we
have viewed to-day in a private show in Calcutta.

This documentary is being financed by Eastern India Motion Picture Association
and being produced by Bangladesh Chala-Chitra Silpi O Kalakushali Samity in
association with Bangladesh Liberation Council of Intelligential. This would be sold
to India Government to show it in India and other countries.

The film start with a photo of V. I. Lenin and with his wordings shows nothing
but little of refugees in India and a little part of our liberation Army Training Camp.
But the serious setback is, in my opinion, that there is not a single shot or word about
our beloved leader Bangabandhu Sheikh Mujibur Rahman or Awami League or, the
six points.

I believe if this film is shown in India or abroad, the viewers shall have the belief
that our liberation is being guided by something else and not the points we believe in.
If the film has been made by any Indian Director, we shall reserve our comments,
but when it is made by a Director of Bangladesh we cannot sit idle.

I, personally, protest against this film and I request you to immediate action to
stop this film before it is shown to the public through the Indian Government.
If it is not done, I alone, am ready to start a movement.

With deepest regards,
Sd/ -Fazlul Huq
Film Producer-Director of Bangladesh
C/o. Mr. Benoy Roy, 114/A, Park St.
Calcutta-17.

The President,
Government of Bangladesh
Mujibnagar.

( অনুবাদ করেছেন বিকাশ মজুমদার)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.