একদিকে বিশ্বে পাটের চাহিদা বাড়ছে, অন্যদিকে আমাদের দেশের পাট শিল্পের শ্রমিকদের নাকি ছাটাই করা হবে। বলা হচ্ছে সরকার লস দিচ্ছে অথচ বেসরকারী পাট সংস্থাগুলো কিন্তু ঠিকই লাভ করে যাচ্ছে। সরকারের এই বয়ান শুনে পুরাতন পাটের আলাপ মনে পড়ে গেল। পাট ছিল সোনালী ফসল। আর এই শিল্প ধ্বংস হল কেন এর কারণ ছোট বেলা থেকে জেনে এসেছি; এগুলো সরকারী থাকার কারণে লস হইছে, আর বামপন্থীরা গুদামে আগুন দিত।
সরকারী জিনিস কীভাবে কাদের কারণে ধ্বংস হয় এটা বুঝিয়ে বলতে হয় না। সরকারী প্রতিষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের কারণে সরকারী হরিলুট সবসময় ছিল। আর এসব আড়াল করতে তৎকালীন বামপন্থীদের ঘাড়ে সব দোষ চাপানো হয়। অথচ পত্রিকার পাতায় বামপন্থীরা আগুন দিছে এমন কিছু পাই নাই। উল্টো শ্রমিকরা বলছে কারখানার উপরের লোকজন এই আগুন দিছে। প্রতিটি আগুন লাগার ঘটনাকে রহস্যজনক হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া পত্রিকায় বিভিন্ন কর্মকর্তার গ্রেফতারের সংবাদও ছাপা হইছে।
বিএনপি আদমজী বন্ধ করেছে আওয়ামী লীগ করবে অন্যগুলো। তবে করোনা অনেকের জন্যে আশীর্বাদ হিসেবে এসেছে। করোনার ঘাড়ে ব্যাংক লুট থেকে শুরু করে সব কিছুর দায় দেওয়া যাবে। ৭৪ সালে সব কিছুর মূলে ছিল আমেরিকার ষড়যন্ত্র ও বামপন্থীরা আর ২০ সালে এসে সেটা হইছে করোনা।
(৭৪ সালের কয়েকটা সংবাদ মাত্র)



