২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর বিদ্রোহের কথা আমরা অনেকে জানলেও অতীতের আনসার বিদ্রোহের কথা আমরা হয়তো অনেকে জানি না। যেসব দাবী দাওয়াকে কেন্দ্র করে বিডিয়ার বিদ্রোহ হয়েছিল, ঠিক তেমনই দাবী দাওয়া নিয়ে ১৯৯৪ সালের ১ ডিসেম্বর আনসার বিদ্রোহ হয়।
“সেনাবাহিনীর কর্মকর্তাদের প্রত্যাহার, রেশন-বেতন বৃদ্ধিসহ বেশ কিছু দাবিতে ১৯৯৪ সালে আনসার বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যা ওই বছরের ৩০শে নভেম্বর বিদ্রোহে রুপ নেয়। ওই দিন আনসার সদস্যরা ৪০ জন সেনা কর্মকর্তা ও তাদের পরিবারকে জিম্মি করে এবং তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে চান। প্রধানমন্ত্রীর নির্দেশে ওই বছরের ৪ঠা ডিসেম্বর সেনাবাহিনী, বিডিআর (বর্তমান বিজিবি) ও পুলিশ বিদ্রোহ নিয়ন্ত্রণ করে। যৌথ অভিযানে ৪ জন বিদ্রোহী মারা যায় ও ১৫০ জন আহত হয়। ব্যর্থ হয় আনসারদের বিদ্রোহ। ঘটনার পরে শাস্তি হিসেবে দুই হাজার ৪৯৬ জন আনসার সদস্যকে গ্রেপ্তার ও চাকরিচ্যুত করা হয়।”- উইকিপিডিয়া
তৎকালীন পত্রিকা পড়লে মনে হবে যে আপনি মনে হয় বিডিয়ার বিদ্রোহের ঘটনা পড়ছেন। একই রকম বিদ্রোহ, একই রকম দাবী দাওয়া ইত্যাদি। যেমন আর্মি অফিসারদের ব্যাজ খুলে নেওয়ার ঘটনা পড়ে আমার তাই মনে হল। তবে বিডিয়ার বিদ্রোহের সাথে আনসার বিদ্রোহের মূল পার্থক্য হল আনসার বিদ্রোহে হতাহত ও নিহত হওয়ার সংখ্যা ছিল কম। তবে বিদ্রোহ দমন করার কায়দা ছিল একই রকম।
