রাজু ভাস্কর্যের পাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশাল আকৃতির অবয়ব স্থাপন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত মঙ্গলবার ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। জানা গেছে, বাকস্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা পক্ষে এটি স্থাপন করা হয়। ছবিগুলো বুধবারের। ছবি : সুদীপ্ত সালাম
কে বা কারা (সরকারের লোকজন) রাতের অন্ধকারে রবীন্ত্রনাথকে গুম করে ফেলে। তাই পরের দিন শিক্ষার্থীরা ব্যানার টাঙ্গিয়ে আসে “গুম হয়ে গেছেন রবীন্দ্রনাথ!”
পরে জানা যায় রবীন্দ্রনাথের মুখবাঁধা ভাস্কর্য সরিয়ে ফেলল ঢাবি কর্তৃপক্ষ- ডেইলি স্টার
বৃহস্পতিবার ফেব্রুয়ারি ১৬, ২০২৩
সেন্সরশিপ ও নিপীড়নের ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বইমেলার প্রবেশমুখে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিবাদী ভাস্কর্যটি সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ১৪ ফেব্রুয়ারি রাজু ভাস্কর্যের পাশে বইমেলার প্রবেশপথে ভাষ্কর্যটি উন্মোচনের ২ দিন পর আজ বৃহস্পতিবার এটি সরিয়ে নেওয়া হয়েছে।
চারুকলা অনুষদের কয়েকজন শিক্ষার্থীর নির্মিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যটিতে তার মুখ টেপ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং হাতে থাকা একটি বইয়ে পেরেক মেরে বন্ধ করে রাখা হয়েছিল।
জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড একেএম গোলাম রব্বানী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর ভাস্কর্যের পাশে আরেক ভাস্কর্য বানানো অপসংস্কৃতি। গোপনে বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া এটি তৈরি করাকে কোনোভাবে আমরা সমীচীন মনে করি না এবং একজন নোবেল বিজয়ী কবির বিকৃত ভাস্কর্যে বানিয়ে তাকে অবমাননা করা কোনোভাবে গ্রহণযোগ্য না।’
ফিরে আসলেন রবীন্দ্রনাথ
