বাংলাদেশে যখন পাকিস্তানী সৈন্যরা গণহত্যা চালাচ্ছিল ঠিক সে সময় পাকিস্তান সরকার এই যুদ্ধকে জিহাদ হিসেবে প্রচার করে অর্থ সংগ্রহ, গণহত্যা করার স্বপক্ষে যুক্তি উপস্থাপন করতে থাকে। এই যুদ্ধকে জিহাদ হিসেবে উল্লেখ করে পত্রিকায় দেওয়া হয় বিজ্ঞাপন। ১৯৭১ সালের ১৪ থেকে ১৮ ডিসেম্বর প্রকাশিত হয়েছিল এসব বিজ্ঞাপন। পাকিস্তানের ডন পত্রিকায় সর্ব প্রথম এই বিজ্ঞাপনগুলো প্রকাশ করে। ১৭ ডিসেম্বর বাংলা ট্রিবিউন এই নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে।নাম-‘৭১ এর নৃশংসতাকে ‘জিহাদ’ বানিয়ে সাহায্য চেয়েছিল পাকিস্তান। পাকিস্তানের জিহাদের কিছু ছবি সংরক্ষণে থাকলেও বাংলা ট্রিবিউন এর সংবাদটির মাধ্যমে আরও কিছু ছবি পাওয়া গেল। নিউজটি গুরুত্বপূর্ণ বিধায় নিজের ব্লগে টুকে রাখলাম।







৭১ সালে ইয়াহিয়া খান নিজের ভাষণেও জিহাদের কথা উল্লেখ করেন। ভিডিওটির লিংক-এখানে
