সংশপ্তক – [বিশেষ্য পদ] জয়লাভের জন্য সর্বশক্তি নিয়োগ করে ও জীবনপণ করে যুদ্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ সৈন্য। এই জীবনযুদ্ধে মানুষকে টিকে থাকলে হলে মানুষকে দৃঢ়প্রতিজ্ঞ সৈন্যের মতন যুদ্ধ করতে হয়।
এখানে অনেক পুরাতন ব্লগ আছে, যেগুলোর বয়ানের সাথে বর্তমানে নিজের চিন্তা-চেতনার অনেক পার্থক্য সৃষ্টি হয়েছে। ফলে কয়েক অতীত থেকে বর্তমান ব্লগগুলোর দিকে তাকালে নিজের ভেতরের চিন্তার পরিবর্তন ও রূপান্তরের একটা স্পষ্ট ধারণা পাই।
আমার সকল লেখা একত্রিত করার মানসে মূলত ব্লগটি করা। ব্লগ (মুক্তমনা ব্লগ, ইস্টিশন ব্লগ, আমরা বন্ধু ব্লগ) কিংবা পত্রিকার প্রকাশিত ইংরেজী, সুইডিশ লেখাগুলো এখানে নিয়মিত প্রকাশ করা হবে। ব্যক্তিগত ব্লগ লেখা জমা রাখা ছাড়া অন্য কোন কাজে ব্যবহার হয় না। কারণ পাবলিক ব্লগে লেখার যে আনন্দ তা ব্যক্তিগত ব্লগে পাওয়া যায় না।
আমার ফেসবুক লিংক-সুব্রত শুভ
Glad to Know this
LikeLike
🙂
LikeLike
আপনার ব্লগবাড়ি ঘুরে দেখছি। আপনার মত আমিও কমিউনিটি ব্লগিং থেকে শুরু করে নিজের ব্যক্তিগত ব্লগে গিয়েছি এবং একদম দ্বিমত নেই যে ব্যক্তিগত ব্লগে ব্লগিং করে মজা পাওয়া যায় না। ভালো থাকবেন।
LikeLike
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ 🙂
LikeLike