¤ ধর্ষণ মামলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সাবেক উপাচার্য ড. শহীদুর রহমান খানকে কারাগারে
০৮ মে ২০২৩
২০২১ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় খাবার দিতে আসলে রেজিস্টারের সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে ভিসি অফিস সহকারীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ সময়ে রেজিস্টার ভিসির ঘরের বাইরে ছিল। ধর্ষণ শেষে ভিকটিম বাইরে বের হলে মামলার রেজিস্টার আসামি এ ঘটনা কাউকে না জানানোর জন্য হুমকি দেন। এ সময়ে তাকে চাকরী থেকে বরখাস্ত করার হুমকিও দেওয়া হয়।
¤ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহানের বিরুদ্ধে বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
১৬ সেপ্টেম্বর ২০২১
ওই নারী বলেন, “আমি শাহজাহান স্যারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতাম। স্যারের স্ত্রী বাসায় না থাকলে তিনি বিভিন্ন অজুহাতে আমার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। খারাপ উদ্দেশ্য প্রকাশ করতেন। এমনকি আর্থিক প্রলোভন দেখাতেন। আমি নানা কৌশলে তার খারাপ উদ্দেশ্য থেকে বাঁচার চেষ্টা করেছি। একজন শিক্ষকের কাছ থেকে এ রকম শ্লীলতাহানীর শিকার হয়ে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। একই সঙ্গে ভয়-ভীতি প্রদর্শনের ফলে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকি।”
¤ যুবলীগের দায়িত্ব নিতে চান জগন্নাথের ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান
১৮ অক্টোবর ২০১৯
ভিসি আরো বলেন, আমি উপাচার্য হওয়ার পর আর কোনো (যুবলীগের ) মিটিংয়ে যাই না। তবে যদি আমাকে এখনো বলা হয় যুবলীগের দায়িত্ব নিতে হবে, আমি ভাইস চ্যান্সেলরের পদ ছেড়েই দায়িত্ব নেব। আমাকে যদি বলা হয়, আপনি যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কি না? তবে আমি সঙ্গে সঙ্গে উপাচার্য বা চাকরি ছেড়ে দিয়ে (যুবলীগের) দায়িত্ব নেব। কারণ, এটা এত ভালোবাসার একটি সংগঠন, আমি উপাচার্যশিপ ছেড়ে দিতে রাজি আছি।
¤ এই ভিসি আমার সন্তানের পিতা
এপ্রিল ২৩, ২০১৮
গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে এক নারী কোলে শিশু সন্তানকে নিয়ে কান্না কাটি করছেন। ঝিলিক নামের ওই নারী তার এক বছর বয়সী কন্যা সন্তানের পিতৃত্বের স্বীকৃতির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা চান।
¤ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনে বিউটি পার্লার!
০৫ মার্চ ২০১৭
এ ব্যাপারে ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি যুগান্তরকে বলেন, ‘আমার থেকে অনেক যোগ্য লোক থাকার পরও গোপালগঞ্জের ছেলে হিসেবে প্রধানমন্ত্রী আমাকে এ পদে নিয়োগ দিয়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করে যাচ্ছি। কতিপয় বাইরের শিক্ষক আমার বিরোধিতা করে চলেছেন।
¤ রাত ৩ টায় ক্লাশ করানো রোকেয়া ভার্সিটির ভিসি কলিমউল্লাহর সাবেক পিএসের বিরুদ্ধে ৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ
১০ মার্চ ২০২২
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আলোচিত সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর সাবেক একান্ত সহকারী (পিএস) আমিনুর রহমানের বিরুদ্ধে ৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে।
¤ বেরোবি ভিসির কলিমউল্লাহর বিরুদ্ধে লেখা চুরির অভিযোগ
০১ নভেম্বর ২০২০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. সেলিম মাহমুদের একটি কলাম অনলাইন পত্রিকায় নিজের বক্তব্য হিসেবে প্রচার করার অভিযোগ উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর বিরুদ্ধে।
¤ নিজ কন্যাকে নিয়োগ দিতে রাবির সাবেক ভিসির নয়ছয়, তথ্য জালিয়াতি করে নিজের স্ত্রীকে সহযোগী অধ্যাপক
৯ই অক্টোবর ২০২০
¤ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণাদি জমা দিলেন প্রতিনিধিদল
৮ নভেম্বর ২০১৯
¤ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির নানা প্রমাণাদি জমা দিলেন বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষক। শুক্রবার (০৮ নভেম্বর) রাতে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আব্দুল আলীম খানের বনশ্রীর বসভবনে এসব প্রমাণাদি জমা দেন শিক্ষক প্রতিনিধিদল।
¤ রুয়েটের সাবেক ভিসির বিরুদ্ধে দুর্নীতি প্রমাণিত
আগস্ট ১১, ২০২২
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সদ্য সাবেক উপাচার্য রফিকুল ইসলাম সেখের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক তদন্তে এসব অনিয়ম ধরা পড়েছে। অনিয়ম করে নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেশির ভাগই তার নিকটাত্মীয়।
(এটা জাস্ট একটা ক্ষুদ্র অংশ। সবগুলো ভিসিই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নির্দেশে নিয়োগ করা হয়েছে। আলোচিত কোন ভিসি কাণ্ড নজরে আসলে এই লিস্টে আপডেট করা হবে)

