ঢাকা বিশ্ববিদ্যালয়ে মতিউর রহমান নিজামী প্রহৃত

২৭ মে ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে এক অনুষ্ঠানে যোগ দিতে আসলে বিশ্ববিদ্যালয়ের মুজিবাদী ছাত্রদের হাতে জামাতের নেতা মতিউর রহমান নিজামী প্রহৃত হন। সে সময় এই ঘটনা বেশ আলোচিত হয়েছিল। ৯ ছাত্রের বিরুদ্ধে মামলাও করা হয়। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহণ করে। তৎকালীন প্রধানমন্ত্রী নিজামীকে হাসপাতালেও দেখতে যান। দেখে নেওয়া যাক তৎকালীন পত্রিকায় প্রকাশিত নিজামীর হামলার ঘটনা।

খবরে বলা হয়; জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা মতিউর রহমান নিজামী গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অফিসে কয়েকটি ছাত্র সংগঠনের কর্মীদের বেদম প্রহারে মারাত্মকভাবে আহত হয়েছেন। ক্যাম্পাসে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের যে সভা ডেকেছিলেন তাতে যোগ দিতে গিয়ে তিনি ছাত্রদের হামলার শিকর হন। ভাইস চ্যান্সেলরের সিন্ডিকেট সদস্যবৃন্দ এবং জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতে কয়েকশ ছাত্র তার উপর হামলা করে এবং কিল ঘুষি মেরে এবং চেয়ার দিয়ে পিটিয়ে তাকে মারাত্মকভাবে আহত করে।

জামাতের প্রতিবাদ মিছিল
তৎকালীন প্রধানমন্ত্রী হাসপাতালে নিজামীকে দেখতে যান। পাশে যুদ্ধাপরাধী কসাই কাদের, মুজাহিদ ও কামরুজ্জামান৷

3 comments

  1. পত্রিকার লেখাগুলো পাঠোদ্ধার করা যাচ্ছে না।
    দয়া করে মূল লেখাগুলোর পাঠ লিখে দিলে আপনার পোস্টটি আরও মূল্যবান হতে পারত।
    ধন্যবাদ।

    Like

    • মন্তব্যের জন্যে ধন্যবাদ। কম্পিউটারে পড়লে স্পষ্টভাবে পড়া যাবে। কারণ ছবিগুলো বড় আকারে পোস্ট করা তাই জুম করেও পড়া যায়।।

      Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.